শীর্ষ ৫ অর্থনীতির দেশ

0
629
top 5 economy country

একটা  দেশের মূল চালিকাশক্তি হচ্ছে তার অর্থনীতি।যে দেশের অর্থনীতি যত বড় সেই দেশ ততো বেশি সমৃদ্ধশালী। এই বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র আর এর পরেই আছে  চির প্রতিদ্বন্দ্বী চীন । বর্তমানে বিশ্বের মোট জিডিপি এর পরিমান ৯১.৯৮ ট্রিলিয়ন ডলার। RatingsBD– এর পক্ষ থেকে আজ আমরা top 5 economy country তথ্য আপনাদের সামনে তুলে ধরবো।

১.যুক্তরাষ্ট্র

গত ১৮৯ বছর  ধরেই  শীর্ষ অর্থনীতির দেশ হচ্ছে আমেরিকা।দেশটির অর্থনীতির পরিমান এখন ২১.৪৪ ট্রিলিয়ন ডলার। প্রাকৃতিক সম্পদ সবচেয়ে বেশি সঞ্চিত আছে এমন দেশটির মধ্যে এর অবস্থান দ্বিতীয়।

২.চীন

পৃথিবীর দ্বিতীয় অর্থনীতির দেশ হচ্ছে চীন  চীনের  অর্থনীতির আকার এখন ১৪.১৪ ট্রিলিয়ন ডলার। দেশটির প্রাকৃতিক সম্পদের পরিমান ২৩ ট্রিলিয়ন ডলার।

৩.জাপান

জাপানের অর্থনীতির আকার ৫.১৫ ট্রিলিয়ন ডলার।পৃথিবীর তৃতীয় অর্থনীতির দেশটিতে সবচেয়ে বড় খৎ হচ্ছে ইলেট্রনিক পণ্য।

৪.জার্মানি

পৃথিবীর চতুর্থ  অর্থনীতির দেশ হচ্ছে জার্মানি। দেশটির অর্থনীতির আকার ৪ ট্রিলিয়ন ডলার। চতুর্থ শিল্পবিপ্লবের দিকে যাচ্ছে এমন অর্থনীতির মধ্যে জার্মানি সবচেয়ে এগিয়ে। গাড়ি,ভারী যন্ত্রপাতি এর রাসায়নিক পণ্য উৎপাদনে জার্মানি সেরা।

৫.ভারত

ভারত এখন বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ। তাদের অর্থনীতির আকার ২.৯৪ ট্রিলিয়ন ডলার। ভারতের সেবা খাত হলো বিশ্বের সবচেয়ে বেশি অগ্রসরমান খাত (top 5 economy country)

তথ্যসূত্র : RatingsBD (top 5 economy country)

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here

fourteen − 11 =