অনলাইনে বাসের টিকেট কেনার সেরা ৫ টি সাইট

0
450

বর্তমান করোনা মহামারিতে আমরা সবাই চেষ্টা করছি যতটা সম্ভব ঘরে থাকার। তার পরও বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। এর এই জন্য বাস, ট্রেন বা লঞ্চ এর টিকেট কাটা খুবই কষ্ট সাধ্য ব্যাপার এবং অনেকটা বিপদজনক ও বটে। তাই এই পরিস্থিতিতে ঘরে বসে অনলাইন এ টিকেট কাটা সবচেয়ে সুবিধাজনক এবং নিরাপদ। Ratings BD – এর পক্ষ থেকে সেরা ৫ টি অনলাইন এ টিকেট কাটার সাইট ( Top 5 online tickets sites in bd ) আপনাদের সামনে তুলে ধরা হলো।

তথ্যসূত্র

১. new.busbd.com.bd

অনলাইন টিকেটিং এর জন্য উল্লেখযোগ্য একটি সাইট হচ্ছে new.busbd.com.bd । এই সাইট এর মাধ্যমে ৪৯ টি বাস কোম্পানি এর টিকেটের মাধ্যমে ৬০ টির ও বেশি স্থানে যাতায়াত করতে পারবেন।

২. bdtickets.com

অনলাইন টিকেটিং এর জন্য আরেকটি উল্লেখযোগ্য সাইট হচ্ছে bdtickets.com । এই সাইট টির মোবাইল এপ বিদ্যমান। যার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের গন্তব্য স্থলের টিকেট কিনতে পারব।

৩. shohoz.com/bus-tickets

আমাদের কাজে অতি পরিচিত একটি নাম shohoz.com/bus-tickets। মোটরসাইকেল রাইড এবং ফুড ডেলিভারি এর জন্য এই অনলাইন সাইট টি অধিক জনপ্রিয়। তা ছাড়াও এই সাইট টির আরেকটি জনপ্রিয় সেবা হচ্ছে অনলাইন টিকেট সরবরাহ করা।

৪. shohagh.com

পরিবহন সেক্টরে যে কয়টা বাস কোম্পানি আসে তার মধ্যে প্রাচীন এবং নামকরা বাস কোম্পানি এর নাম হচ্ছে সোহাগ পরিবহন shohagh.com। গত কয়েক দশক ধরে তারা এই সেবা প্রদান করে আসছে। অনলাইন এ তারা টিকেট সরবরাহ করছে।

৫. deshtravelsbd.com

অল্প সময়ের মধ্যে বাস সার্ভিসের মাধ্যমে যারা নাম করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে deshtravels। ঢাকা টু চট্টগ্রাম, কলকাতা ,কক্সবাজার রুটে তাদের সেবা প্রদান করে থাকে। deshtravelsbd.com অনলাইন এ তারা তাদের টিকেট সরবরাহ করে থাকে।

#তথ্যসূত্র: RatingsBD (Top 5 online tickets sites in bd)

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here

7 − 6 =