ভারতে ভ্রমণ ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

0
872
indian visa

আমাদের প্রতিবেশী দেশ ভারত। যা আমাদের কাছে ভ্রমণ এবং চিকিৎসার জন্য খুবই জনপ্রিয়। ভারতে ভ্রমণ এবং চিকিৎসার জন্য আমাদের ভিসার প্রয়োজন। সঠিক তথ্যের অভাবে এই দেশের ভিসা পেতে আমাদের অনেক বেগ পেতে হয়। RatingsBD – এর পক্ষ থেকে ভ্রমণ এবং মেডিকেল ভিসার (Indian visa paper for tourist) জন্য প্রয়োজনীয় তথ্য আপনাদের সামনে তুলে  ধরা হলো। 

ভ্রমণ ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • http://bit.ly/indianvisaapplication এই ওয়েবসাইট এ গিয়ে ফর্মপূরণ করতে হবে।ফর্মপূরণ করা হলে দুই পেজএ প্রিন্ট করতে হবে।
  • ভারতের ভিসার জন্য ২*২ সাইজের সাদা background এর ছবি তুলতে হবে।
  • পাসপোর্ট এর প্রথম ৫পেজের ফটোকপি।
  • বিদ্যুৎ বিলের ফটোকপি।
  • যারা চাকুরী করে তাদের জন্য নিজ নিজ কোম্পানি থেকে ছাড়পত্র নোট হবে যা NOC নামে পরিচিত। আর যারা ব্যবসা করেন তাদের জন্য ট্রেড লাইসেন্স এর ফটোকপি দিতে হবে।
  • শেষ ৬ মাসের ব্যাঙ্কস্টেটমেন্ট দিতে হবে।তা নাহলে ডলার এনডোর্স করতে হবে।

এই ডলার এনডোর্সমেন্ট  ২ ভাবে করতে পারেন।  যে কোনো ব্যাঙ্ক এর এ ডি শাখা থেকে করতে পারেন অথবা ভারতীয় ভিসা সেন্টার এর ভিতর থেকে করতে পারেন। তবে এ ক্ষেত্রে ১৩০০ টাকা অতিরিক্ত  চার্জ লাগবে। ভারতীয় ভিসা ( Indian visa )সেন্টার এর ভিতর থেকে করলে  সুবিধা হলো এখানে আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা ট্রাভেল কার্ড পাবেন যেখানে ডলার এন্ডোর্স হয়ে যাবে। যা আপনি বাংলাদেশ ব্যাতিত পৃথিবীর যেকোনো দেশে ব্যবহার করতে পারবেন।

ভিসা প্রক্রিয়া:

Jamuna Future park এর নিচ তলায় ভারতীয় ভিসা সেন্টার অবস্থিত।

  • Jamuna Future park এ ঢুকতে ভিসা ফী জমাদিয়ার জন্য কাউন্টার আছে সেখানে ৮৪০ টাকা ভিসা ফী জমা দিতে হবে।
  • ভিসা ফী জমা দিয়ার পর ভারতীয় ভিসা(Indian visa) সেন্টার এ ঢুকতে হবে এবং টোকেন নিতে হবে।
  • টোকেন এর সিরিয়াল অনুযায়ী নম্বর আসবে।এরপর সেই নির্ধারিত কাউন্টার আসবে।সেখানে পাসপোর্টসহ এই কাগজপত্র গুলা জমা দিতে হবে।জমা দিয়ার পর একটা স্লিপ দিবে।এই স্লিপ এ পাসপোর্ট ফেরত নিয়ে জন্য তারিখ লেখা থাকবে যা দেখিয়ে পাসপোর্ট নিতে হবে।

তথ্যসূত্র – Ratingsbd (Indian visa paper for tourist)

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here

three × 2 =