মানবদেহ যত গুলি রোগে আক্রান্ত হয় তার মধ্যে সবচেয়ে দুরারোগ্য ব্যাধি হলো ক্যান্সার। এই রোগটি অনেকটা নীরব ঘাতক এর মতো। এটি শরীরে ধীরে ধীরে বিস্তার লাভ করে কিন্তু অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না। যখন আমরা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। এই ক্যান্সার এর চিকিৎসা যেমন কষ্ট সাধ্য তেমনি ব্যয়বহুল। ক্যান্সার চিকিৎসার জন্য গড়ে উঠেছে বিভিন্ন হাসপাতাল। আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নামকরা হাসপাতাল (best cancer hospital in south asia) হলো টাটা মেমোরিয়াল হাসপাতাল( tata memorial hospital)
টাটা মেমোরিয়াল হাসপাতাল
টাটা মেমোরিয়াল হাসপাতাল ভারতের মুম্বাইয়ের পারেল শহরে অবস্থিত। এটি বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসা এবং গবেষণা কেন্দ্র। ১৯৫7 সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টাটা মেমোরিয়াল হাসপাতাল মুম্বাইয়ের দায়িত্ব গ্রহণ করে।
১৯৬২ সালে টাটা ক্যান্সার হাসপাতালের প্রশাসনিক নিয়ন্ত্রণ (টাটা মেমোরিয়াল হাসপাতাল ও ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট) পরমাণু শক্তি বিভাগে স্থানান্তর পরবর্তী পরবর্তী মাইলফলক ছিল। ১৫০০ বর্গমিটার এলাকা জুড়ে ৮০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসাবে শুরু করে, টাটা স্মৃতিসৌধ হাসপাতাল মুম্বাইতে এখন প্রায় ৬০০ শয্যা রয়েছে প্রায় ৭০০০০ বর্গ মিটার জুড়ে। 1941 সালে বার্ষিক ৫ লক্ষ রুপি বাজেট এখন ১২০ কোটি রুপির কাছাকাছি। এটি বিশ্ব স্বাস্থ্য মানচিত্রে একটি যুগান্তকারী এবং বিশ্বের এই অংশের জন্য বিশেষত গুরুত্বপূর্ণ।
প্রতি বছর প্রায় ২৫০০০ রোগী কেবল ভারতবর্ষ থেকে নয়, সারা বিশ্ব জুড়েই এই টাটা হাসপাতাল এ চিকিৎসা নিতে যান।এই জন্যই এটিকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নামকরা হাসপাতাল (best cancer hospital in south asia) বলা হয়।
তথ্যসূত্র : Ratingsbd ( best cancer hospital in south asia )