করোনা রুগীর চিকিৎসার জন্য ১১ টি হাসপাতাল

1
1269
11 corona hospital

বর্তমান প্রেক্ষাপটে সারাবিশ্বের আতংকের নাম হচ্ছে করোনা ভাইরাস। এই ভাইরাসের আগ্রাসী প্রভাবে সারা বিশ্বের মানুষ আজ ঘর বন্দি জীবনযাপন করছে। তারপর ও মানুষ এই ভাইরাস এর ছোবল থেকে পরিত্রান পাচ্ছে না। আজ ইতালি ও স্পেন মানুষের মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। বাংলাদেশে করোনা রুগীর চিকিৎসার জন্য কত গুলি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। RatingsBD এর পক্ষ থেকে আমরা তা তুলে ধরছি।

১.ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

  • ঠিকানা – বার্ন ও প্লাষ্টিক সার্জারি বিভাগ
  • যোগাযোগ-০১৮১৯২২০১৮০

২.কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল

  • ঠিকানা – ৩১৯, ঈশা খাঁ রোড , ঢাকা -১২৩০
  • যোগাযোগ- ০১৯৯৯৯৫৬২৯০

৩.বাংলাদেশ রেলওয়ে জেনারেল হাসপাতাল

  • ঠিকানা – কমলাপুর আউটার সার্কুলার রোড, কমলাপুর
  • যোগাযোগ- +৮৮০২-৫৫০০৭৪২০

৪.মহানগর জেনারেল হাসপাতাল

  • ঠিকানা – নয়া বাজার, ইংলিশ রোড, মতিঝিল,ঢাকা- ১১০০
  • যোগাযোগ- ০২-৫৭৩৯০৮৬০,০২-৭৩৯০০৬৬

৫.মিরপুর মেটার্নিটি হাসপাতাল

  • ঠিকানা – মিরপুর রোড, বরবাগ , রোড-২
  • যোগাযোগ – ০২-৯০০২০১২

৬.কামরাঙ্গীর চর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল

  • ঠিকানা – লালবাগ, ঢাকা
  • যোগাযোগ- ০১৭২৬৩২১১৮৯

৭.আমিন বাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

  • ঠিকানা – আমিনবাজার, সাভার
  • যোগাযোগ-০১৭০০০০০০০০, ০১৭১২২৯১০০

৮.জিঞ্জিরা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

  • ঠিকানা – কেরানীগঞ্জ, ঢাকা

৯.সাজিদা ফাউন্ডেশন হাসপাতাল

  • ঠিকানা – ১২৫, জুরাইন মেডিকেল রোড, জুরাইন , ঢাকা-১২০৪
  • যোগাযোগ-০১৭৭৭৭৭১৬২৫

১০.শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল

  • ঠিকানা – মহাখালী ,ঢাকা

১১. জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল

  • ঠিকানা – মহাখালী ,ঢাকা

আর ঢাকার তেজগাঁও এ আকিজ কোম্পানি এর পক্ষ থেকে ৫০০০ শয্যা বিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতাল তৈরী করা হচ্ছে যেখানে শুধু করনায় আক্রান্ত রুগির সেবা প্রদান করা হবে।

তথ্যসূত্র : RatingsBD

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =