বাংলাদেশ যে কয়েকটি পণ্য দিয়ে বহিবিশ্বে পরিচিতি লাভ করেছে তার মধ্যে “পাট” অন্যতম। বাংলাদেশের পাট কে বলা হয় সোনালী আঁশ (Golden fiber)। এক সময় আদমজী জুট মিলস ছিল বিশ্বের সবচেয়ে বড় জুট মিলস যা বর্তমানে আদমজী ইপিজেড নামে পরিচিত । কালের বিবর্তনে পাটের ব্যবহার কমে গেলেও বর্তমানে তা আবার ভিন্ন আঙ্গিকে ব্যবহৃত হচ্ছে। এই পাট দিয়ে এখন জুতা তৈরি হচ্ছে। বহিবিশ্বে যা Espasrilles Shoe নামে পরিচিত। পাট দিয়ে তৈরি হচ্ছে জুটের ব্যাগ , জুটের সুতা , জুটের কাপড় যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। প্রতি বছর এই পণ্য রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। Ratings BD এর বিশ্লেষণের মাধ্যমে পাটের জুতা রপ্তানি কারক কোম্পানি গুলো নিম্নরুপঃ
আরো তথ্য জানতে ভিসিট করুন –
http://ratingsbd.com